• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

কাল আসছে মডার্নার ২৫ লাখ টিকা

প্রকাশিত: জুলাই ১, ২০২১, ০২:১৬ পিএম

কাল আসছে মডার্নার ২৫ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের প্রতিরোধে মডার্নার তৈরি ২৫ লাখ ডোজ টিকা আসছে। শুক্রবার (২ জুলাই) আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে পাঠানো হবে এসব টিকা। বৃহস্পতিবার (১ জুলাই)  বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

তিনি জানান, শুক্রবার দেশে মডার্নার টিকা আসবে। সময়টা এখনো নিশ্চিত হয়নি। টিকা গ্রহণের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও উপস্থিত থাকতে পারেন।

বুধবার (৩০ জুন) সংসদে এক প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাসের ২ থেকে ৩ তারিখের মধ্যে মডার্নার ২৫ লাখ টিকা চলে আসবে। চীনা টিকাও একই সময়ে চলে আসবে। কোভ্যাক্স সুবিধা থেকে ডিসেম্বরের মধ্যে ৬ কোটি ৩০ লাখ টিকা পাব।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সিনোফার্মের সঙ্গে দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। আমাদের হাতে ডিসেম্বর পর্যন্ত ১০ কোটি টিকার ব্যবস্থা রয়েছে, যা দিয়ে ৫ কোটি লোককে টিকা দিতে পারব।

গত ২৭ জুন ঔষধ প্রশাসন অধিদফতর দেশে মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে টিকাটির অনুমোদন দেয়া হয়। 

মডার্নার টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের দেয়া যায়। প্রত্যেককে এই টিকার দুই ডোজ করে দিতে হয়। টিকাটির প্রথম ডোজ নেয়ার ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেয়া যাবে। 

মাইনাস ১৫ থেকে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ টিকা সংরক্ষণ করতে হয়। টিকাটি ব্যবহারের আগে ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ দিন এবং ৮-২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

নূর/সবুজ/এএমকে
আর্কাইভ