প্রকাশিত: মে ২৯, ২০২৩, ০৭:৪৫ পিএম
নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করায় বরগুনার পাঁচ জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের একটি ট্রলার নিলামে বিক্রি করা হয়।
রোববার (২৮ মে) রাতে বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। এর আগে বঙ্গোপসাগরের বরইয়াচর এলাকা থেকে ট্রলারসহ জেলেদের আটক করে কোস্টগার্ড।
অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন: নেয়ামুল হোসেন, আমজাদ হোসেন, মাহমুদ হাওলাদার, ফিরোজ মোল্লা ও বুলবুল মোল্লা। তারা সবাই বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার অপরাধে প্রত্যেক জেলেকে পাঁচ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তাদের ট্রলারটি নিলামে ৮৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।’
এডিএস/