• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
সিইসি বলেছেন

সিটি নির্বাচনে প্রার্থীদের মাস্তানি কঠোর হস্তে দমন করা হবে

প্রকাশিত: মে ২৯, ২০২৩, ০২:১৪ এএম

সিটি নির্বাচনে প্রার্থীদের মাস্তানি কঠোর হস্তে দমন করা হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধ করা নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। প্রার্থীদেরও মানসিকতা পরিবর্তন করতে হবে। সিটি নির্বাচনে প্রার্থীদের মাস্তানি কঠোর হস্তে দমন করা হবে।

আজ রোববার বিকেলে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি একথা বলেন।

সিইসি বলেন, সিটি করপোরেশন এলাকায় পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া থাকে। সে ক্ষেত্রে বরিশালে যৌথ ভূমিকা পালন করতে হবে। সেটা আমাদের নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভোটের দিন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রেখে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। জেলা প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট সেই সঙ্গে পুলিশ কমিশনারকে বিশেষ দায়িত্ব পালন করতে হবে।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অবসরপ্রাপ্ত), নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম প্রমুখ।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ