• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কোম্পানীগঞ্জে যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড

প্রকাশিত: মে ২৮, ২০২৩, ১১:৩১ পিএম

কোম্পানীগঞ্জে যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে মো. বেলাল হোসেন (২৬) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ মে) দুপুর ২টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া। দণ্ডপ্রাপ্ত মো. বেলাল হোসেন সিরাজপুর ৬নং ওয়ার্ডের মো. খোরশেদ আলমের ছেলে।


জানা যায়, বসুরহাট বাজার দিয়ে চলাচলকারী এক স্কুলছাত্রীকে প্রতিনিয়ত ইভটিজিং করে আসছিল বেলাল। ওই স্কুলছাত্রী শনিবার বিষয়টি পরিবারকে জানায়। পরিবার বাজারের এক দোকানদার আত্মীয়কে বিষয়টি দেখার জন্য বলে। সকালে পুনরায় ইভটিজিংয়ের সময় দোকানদার আত্মীয়সহ স্থানীয়রা তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানায়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে ওই ইভটিজারকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।’


এডিএস/

আর্কাইভ