• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী

প্রকাশিত: মে ২৭, ২০২৩, ০৭:৪৬ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। আবার কোথাও কোথাও মুষলধারে বৃষ্টি। এই ফলে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে আশা করছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৭ মে) সকালে আকাশ পরিষ্কার থাকলেও দুপুর ১২টার পর হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। এরপরই ঝড়ো বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি, যা এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে।

হঠাৎ এ বৃষ্টিতে স্বস্তির পাশাপাশি খেটে খাওয়া মানুষ ও পথচারীরা পড়েন বিড়ম্বনায়। বিভিন্ন কাজের তাগিদে বা প্রয়োজনে সড়কে বের হওয়া মানুষ, যাদের অধিকাংশই ছাতা বা রেইনকোট নিয়ে রাস্তায় বের হননি, তারা অনেকটা ভিজেই রওনা দিয়েছেন গন্তব্যে। তবুও তাদের স্বস্তি যে গরম কিছুটা কমেছে।


এর আগে, দেশের আট বিভাগেই বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, সিলেট ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ