প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৭:৪৯ এএম
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার আইনের মামলায় বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চার জনের পৃথক তিন ধারায় সর্বোচ্চ সাজা ২৫ বছরের কারাদণ্ড দাবি করেছে দুদক।
বুধবার (২৪ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমামের আদালতে যুক্তিতর্ক উপস্থাপনে এ সাজা দাবি করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
দুদকের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ডিআইজি মিজানের পক্ষে তার আইনজীবী যুক্তি উপস্থাপন শুরু করেন। তবে এদিন তা শেষ হয়নি। আদালত আগামী ৩১ মে যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী তারিখ ধার্য করেছেন।
গত ১৪ মে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে ডিআইজি মিজান, তার ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। মামলায় ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করতে পারেননি।
এর আগে, মামলাটিতে চার্জশিটভুক্ত ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।