• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

আগামী কয়েকদিন হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৬:৪২ এএম

আগামী কয়েকদিন হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।  এরপর থেকে পরবর্তী ৫ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এদিকে খুলনা বিভাগসহ মাদারীপুর, রাজশাহী ও পাবনা জেলাসমূহের উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস কমতে পারে।

আজ সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৮ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৫ টা ১২ মিনিটে।

এছাড়াও আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আর্কাইভ