• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালিত হবে

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ১২:৪৯ এএম

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালিত হবে

নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র, চোরাচালান ও মাদক বন্ধে শিগগিরই যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হবে। প্রয়োজনে এ অভিযানে সেনাবাহিনীও যুক্ত হবে।

মঙ্গলবার (২৩ মে) সচিবালয়ে দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকদের ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা বিষয়ে এ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে রক্তপাত হচ্ছে। অস্ত্র ও মাদক ক্যাম্পগুলোতে বেড়ে গেছে।

অস্ত্র ও মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হবে। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা), রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) এ ধরনের কোনো গোষ্ঠীর কেউ যেন রোহিঙ্গা ক্যাম্পে ঢুকতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ করতে যৌথ অভিযান পরিচালনা করা হবে, যোগ করেন মন্ত্রী।

মাদক বন্ধ করে নতুন প্রজন্মকে এর ছোবল থেকে বাঁচাতে মিয়ানমার সীমান্ত আরও শক্তিশালী করা হচ্ছে। যাতে করে কোনো মাদক দেশে আসতে না পারে, তাই সীমান্ত এলাকায় সবাইকে আরও সতর্ক থাকার নির্দেশও দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

 

জেকেএস/

আর্কাইভ