• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রধানমন্ত্রীর কাতার সফরে যা যা থাকছে

প্রকাশিত: মে ২২, ২০২৩, ০৮:৫২ পিএম

প্রধানমন্ত্রীর কাতার সফরে যা যা থাকছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফরসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য সংবাদ সম্মলেন তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

সোমবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তার সফরসূচি সম্পর্কে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের আমিরের আমন্ত্রণে দোহায় অনুষ্ঠেয় ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’-এ যোগ দিতে দুদিনের সফরে যাচ্ছেন তিনি। আজ দুপুর ৩টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি গত ৩ মাসের মধ্যে তার দ্বিতীয় কাতার সফর। এ সফরে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি উদ্ভাবন, বাজার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, বৈদেশিক বিনিয়োগের ভবিষ্যৎসহ নানা বিষয়ে আলোচন হওয়ার কথা রয়েছে। কাতার বিশ্ববিদ্যালয়ের একটি সভায় অংশ নেবেন তিনি। সফরে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গলে সাক্ষাৎকার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার কাতার সফরসূচি-
মঙ্গলবার (২৩ মে) থেকে বৃহস্পতিবার ২৫ মে কাতারের দোহায় ব্লুমবার্গ-এর সহায়তায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে। কাতারের মহামহিম আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে এ ফোরামে প্রধানমন্ত্রী যোগদান করবেন। তার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। এ ফোরামে অন্যদের মধ্যে রুয়ান্ডা, হাঙ্গেরি, জর্জিয়া, ঘানা, প্যারাগুয়ে ও ইরাকের রাষ্ট্র ও সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা যায়।

এ ফোরামে ৯টি গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ের ওপর আলোকপাত করা হবে। এসব বিষয়ের মধ্যে রয়েছে: ক) জ্বালানি নিরাপত্তা; খ) প্রযুক্তি ও উদ্ভাবন; গ) পরিবর্তিত বাজারব্যবস্থা; ঘ) স্বাস্থ্যখাতে উদ্ভাবন; ঙ) জলবায়ু অর্থায়ন; চ) বাণিজ্য কৌশল ও ব্যবস্থা; ছ) চতুর্থ শিল্পবিপ্লবে জনশক্তি; জ) ডিজিটাল বিশ্বে ক্রীড়া; এবং ঝ) বৈদেশিক বিনিয়োগের ভবিষ্যৎ। এসব বিষয়ে বিশ্বের বিশিষ্ট অর্থনীতিবিদরা এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা আলোচনায় অংশ নেবেন বলে আয়োজকদের সূত্রে জানা যায়।
 


মঙ্গলবার (২৩ মে) সকালে প্রধানমন্ত্রী ‘থার্ড কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ অধিবেশনে কাতারের আমির বক্তব্য প্রদান করবেন বলে ধারণা করা যাচ্ছে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সমাবেশে যোগদান করবেন এবং উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। একই দিনে দুপুরে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী এবং সৌদি আরবের বিনিয়োগবিষয়ক মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ওইদিন রাতে প্রধানমন্ত্রী এ ফোরামের নৈশভোজে অংশগ্রহণ করবেন।

বুধবার (২৪ মে) সকালে ফোরামে অংশগ্রহণকারী প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সাক্ষাৎকারভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন। একই দিন কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় গত মার্চে শেখ হাসিনার সঙ্গে কাতারের আমিরের বৈঠকের ধারাবাহিকতায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা যাচ্ছে। এরপর প্রধানমন্ত্রী কাতার ফাউন্ডেশনের আওতাধীন আওয়াসাজ একাডেমি  নামক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত একটি বিদ্যালয় পরিদর্শন করবেন। 
নিউইয়র্কে জাতিসংঘের আওতায় বাংলাদেশ ও কাতার প্রায় প্রতি বছর একযোগে অটিজম সচেতনতার বিষয়ে অনুষ্ঠান আয়োজন করে থাকে।

এ বছর তিন মাসের মধ্যে কাতারে প্রধানমন্ত্রীর দুই দফা সফর আন্তর্জাতিক অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশের দৃশ্যমান উপস্থিতির পাশাপাশি ভ্রাতৃপ্রতিম কাতারের সঙ্গে বাংলাদেশের নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বাক্ষর বহন করে। এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী; প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা; প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। এরপর বুধবার (২৪ মে) রাতেই প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে দোহা ত্যাগ করবেন।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ