• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

প্রকাশিত: মে ২০, ২০২৩, ০৯:২৬ পিএম

মানবতাবিরোধী অপরাধ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মহসিন উল মুলক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন।

শনিবার (২০ মে) ভোরে সাড়ে ৫টায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মহসিন উল মুলক (৬৮) নামে ওই হাজতিকে আদালতে হাজিরার জন্য গত ১৯ মে সাতক্ষীরা জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছিল। এখানে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরও জানান, ওই হাজতি মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। তার বাড়ি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে। বাবার নাম মৃত বরকত উল্লাহ সরকার।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ