• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাদারীপুরে জামায়াতের আমির আবদুস সোবাহান আটক

প্রকাশিত: মে ১৯, ২০২৩, ০৬:১৮ পিএম

মাদারীপুরে জামায়াতের আমির আবদুস সোবাহান আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদারীপুরে জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানকে (৫৩) নাশকতা মামলায় বৃহস্পতিবার (১৮ মে) রাতে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান বলেন, শহরের পুরানবাজার বড় মসজিদ এলাকা থেকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আবদুস সোবাহান খানকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর জেলা শাখার আমিরের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি পরিবারের সবাইকে নিয়ে পুরানবাজার এলাকায় থাকেন।


তিনি আরও বলেন, সম্প্রতি মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদি এলাকায় আধিপত্য নিয়ে দুটি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর ও লুটপাট করা হয় ঘরবাড়ি ও দোকানপাট। এ ঘটনায় হওয়া মামলায় জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানের সম্পৃক্ততা পাওয়া যায়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিকেলে তাকে বিশেষ আদালতে তোলার কথা রয়েছে বলে জানান তিনি।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ