প্রকাশিত: মে ১৯, ২০২৩, ০২:১০ এএম
ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কেউ বিধিবহির্ভূত কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৮ মে) গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন ভবনে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে এবং এ বিষয়ে সবাই নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছে যে যার পক্ষ থেকে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।’
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে কী করা হবে—এমন প্রশ্নের জবাবে মো. জাহাংগীর আলম বলেন, ‘যদি কোনো ব্যক্তি নির্বাচন আইনের পরিপন্থি কোনো কাজ করেন, তাহলে তিনি যে বাহিনীরই হোন না কেন, তাকে আইনের আওতায় আনার জন্য নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’
মাঠের অবস্থা বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কোনো পর্যবেক্ষণ দিয়েছে কি না—এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ‘এই নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই।’
এর আগে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই, তবে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।
নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ছবি: ভিডিও থেকে নেয়া
আইজিপি বলেন, ‘আইনানুযায়ী আমাদের যে দায়িত্ব এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে যে দায়িত্ব পালন দরকার, তা যথাযথভাবে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য পালন করছে।’
জাতীয় নির্বাচনের বিষয়ে তেমন কোনো কথা হয়নি উল্লেখ করে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘গাজীপুরসহ সব নির্বাচনের বিষয়ে কথা হয়েছে। পাঁচ সিটি নির্বাচন যেভাবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া দরকার, তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে এবং সে অনুযায়ী তাদের আশ্বস্ত করেছি যে আমরা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালন করব।’
এডিএস/