প্রকাশিত: মে ১৯, ২০২৩, ১২:৫৬ এএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় একটি বিষয়ে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়েছে। ভোকেশনাল শিক্ষার্থীদের `ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন` বিষয়ের প্রথম পত্রের পরীক্ষায় শিক্ষার্থীদের মাঝে ওই বিষয়ের দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েছে ওই বিষয়ে পরীক্ষার্থীরা। বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে এসএসসি (ভোকেশনাল) শিক্ষার্থীদের ‘ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন’ বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা ছিল।
এ দিন পরীক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্র বিতরণের পর তারা দেখতে পান প্রশ্নপত্রের ওপরে প্রথম পত্র লেখা থাকলেও মূলত প্রশ্ন করা হয়েছে দ্বিতীয় পত্রের।
এ নিয়ে তারা হৈ চৈ শুরু করে। তারা জানায়, ‘ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন’ বিষয়ের দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র তাদের দেয়া হয়েছে। দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী রোববার অনুষ্ঠিত হওয়ার কথা।
কারিগরি শিক্ষাবোর্ড থেকে এ ভুল প্রশ্নপত্র দেয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানায়, কেন্দ্র কর্তৃপক্ষ। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।
পরীক্ষা কেন্দ্র কমিটির সভাপতি ও কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারিগরি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে চিঠি দেয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
জানা গেছে, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ‘ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন’ বিষয়ে ছয়জন পরীক্ষার্থী কটিয়াদী কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
এডিএস/