• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পরীক্ষা ছিল প্রথম প‌ত্রের, প্রশ্ন দেয়া হয় দ্বিতীয় প‌ত্রের!

প্রকাশিত: মে ১৯, ২০২৩, ১২:৫৬ এএম

পরীক্ষা ছিল প্রথম প‌ত্রের, প্রশ্ন দেয়া হয় দ্বিতীয় প‌ত্রের!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কি‌শোরগ‌ঞ্জের ক‌টিয়াদী‌তে এসএস‌সি (ভোকেশনাল) পরীক্ষায় এক‌টি বিষ‌য়ে ভুল প্রশ্নপ‌ত্রে পরীক্ষা নেয়া হ‌য়ে‌ছে। ভো‌কেশনাল শিক্ষার্থী‌দের ‍‍`ফ্রুট এন্ড ভে‌জি‌টেবল কা‌ল্টি‌ভেশন‍‍` বিষ‌য়ের প্রথম প‌ত্রের পরীক্ষায় শিক্ষার্থী‌দের মা‌ঝে ওই বিষ‌য়ের দ্বিতীয় প‌ত্রের প্রশ্নপত্র বিতরণ করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (১৮ মে) ক‌টিয়াদী পাইলট বা‌লিকা উচ্চ বিদ‌্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘ‌টে।

এ ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় প‌ড়ে‌ছে ওই বিষ‌য়ে পরীক্ষার্থীরা। বিষয়‌টি পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা‌দের জানা‌নো হ‌য়ে‌ছে।

ক‌টিয়াদী পাইলট উচ্চ বা‌লিকা বিদ‌্যাল‌য় কে‌ন্দ্রের কেন্দ্র স‌চিব এ কে এম ফজলুল হক বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তি‌নি জানান, বৃহস্প‌তিবার  সকা‌লে এসএস‌সি (ভো‌কেশনাল) শিক্ষার্থী‌দের ‘ফ্রুট এন্ড ভে‌জি‌টেবল কা‌ল্টি‌ভেশন’ বিষ‌য়ের প্রথম প‌ত্রের পরীক্ষা ছিল।

এ দিন পরীক্ষার্থী‌দের মা‌ঝে প্রশ্নপত্র বিতর‌ণের পর তারা দেখ‌তে পান প্রশ্নপ‌ত্রের ওপ‌রে প্রথম পত্র লেখা থাক‌লেও মূলত প্রশ্ন করা হ‌য়ে‌ছে দ্বিতীয় প‌ত্রের।

এ নি‌য়ে তারা হৈ চৈ শুরু ক‌রে। তারা জানায়, ‘ফ্রুট এন্ড ভে‌জি‌টেবল কা‌ল্টি‌ভেশন’ বিষ‌য়ের দ্বিতীয় প‌ত্রের প্রশ্নপত্র তা‌দের দেয়া হ‌য়ে‌ছে। দ্বিতীয় প‌ত্রের পরীক্ষা আগামী রোববার অনু‌ষ্ঠিত হওয়ার কথা।

কারিগ‌রি শিক্ষা‌বোর্ড থে‌কে এ ভুল প্রশ্নপত্র দেয়ায় এমন ঘটনা ঘ‌টে‌ছে ব‌লে জানায়, কেন্দ্র কর্তৃপক্ষ। বিষয়‌টি তাৎক্ষ‌ণিক উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা‌কে লি‌খিতভা‌বে জানা‌নো হ‌য়ে‌ছে।


কেন্দ্র স‌চিব জানান, বিষয়‌টি জানার পর ওই শিক্ষার্থী‌দের কাছ থে‌কে খাতা জমা নি‌য়ে দুই ঘণ্টা পর পরীক্ষা কে‌ন্দ্র ত‌্যাগ কর‌তে দেয়া হয়।

পরীক্ষা কেন্দ্র ক‌মি‌টির সভাপ‌তি ও ক‌টিয়াদী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহ‌রিয়ার বিন মান্নান জানান, এ বিষ‌য়ে প্রয়োজনীয় ব‌্যবস্থা নি‌তে কা‌রিগ‌রি বো‌র্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কা‌ছে চি‌ঠি দেয়া হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে শিক্ষা ‌বোর্ড প্রয়োজনীয় ব‌্যবস্থা নি‌বে।

জানা গে‌ছে, এসএস‌সি (ভো‌কেশনাল) পরীক্ষায় ‘ফ্রুট এন্ড ভে‌জি‌টেবল কা‌ল্টি‌ভেশন’ বিষ‌য়ে ছয়জন পরীক্ষার্থী ক‌টিয়াদী কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ