দিনাজপুর ব্যুরো
দুর্নীতির অভিযোগ এনে দিনাজপুরের বোচাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মনজুর আলমের অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্বারকলিপি দিয়েছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। এছাড়া মৌন মিছিল করেছেন তারা।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় মৌন মিছিল সহকারে ইউএনওর কাছে স্মারকলিপিটি প্রদান করা হয়। 'তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও।
স্মারকলিপি সূত্রে জানা গেছে, ২০১৯ সালে কলেজটিতে একটি অভ্যন্তরীণ নিরীক্ষা পরিচালিত হয়। ওই নিরীক্ষায় অধ্যক্ষ মনজুর আলম ও অফিস সহকারী নির্মল চন্দ্র রায়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম চিহ্নিত করে অডিট টিম। বিভিন্ন খাতে ভুয়া বিলসহ নানা অনিয়ম করে তারা মোট দুই কোটি ৯১ লাখ ৭০ হাজার ১৭৮ টাকা আত্মসাৎ করেছে মর্মে রিপোর্ট প্রদান করে অডিট টিম।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন