• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে

প্রকাশিত: মে ১৮, ২০২৩, ০৩:০৪ এএম

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাস করে, তাই দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।

বুধবার (১৭ মে) পাবনা জেলা বারের আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সাবেক এই বিচারক ও আইনজীবী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে বিচারক ও আইনজীবীদের সমন্বয়ের ওপর। আইনজীবী ও বিচারকদের মধ্যে যদি সুসম্পর্ক বজায় থাকে, তাহলে আইনের শাসন নিশ্চিত হয়।

দেশে সুশাসন নিশ্চিত করার জন্য আইনজীবীদের ওপর অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানান রাষ্ট্রপতি।


তিনি বলেন, ‘সরকার দেশে সুশাসন নিশ্চিত করতে চায়- এক্ষেত্রে আইনজীবীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করবেন।’

আইনজীবীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, শুদ্ধাচার এখানে সবচেয়ে বেশি প্রয়োজন। দুর্নীতি যেখানে সমাজকে কলুষিত করে সেখানে আইনজীবীরা বেঞ্চকে সহায়তা করতে পারেন না। আইনজীবীরা বিচারকদের আইনি কাজে সহযোগিতাই শুধু করেন না, কখনো কখনো সঠিক পথও দেখান। তিনি বলেন, আইন প্রবর্তিত হয় সাধারণ মানুষের কল্যাণের জন্য। সেই আইনকে সুন্দরভাবে তুলে ধরা, আইনের স্পষ্ট ও সঠিক ব্যাখ্যা দেয়া আইনজীবীদের কাজ।

 

জেকেএস/

আর্কাইভ