• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জাতিসংঘে ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি দেশের অন্যতম অর্জন: মুখ্য সচিব

প্রকাশিত: মে ১৭, ২০২৩, ১১:০৯ পিএম

জাতিসংঘে ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি দেশের অন্যতম অর্জন: মুখ্য সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতিসংঘে প্রধানমন্ত্রীর এ ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি দেশের অন্যতম অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। দেশের স্বাস্থ্য সেবাকে সবার কাছে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কমিউনিটি ক্লিনিক’ এর উদ্ভাবন করেন।

বুধবার (১৭ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ উদ্ভাবনী চিন্তাকে বিশ্বের সব দেশকে অনুসরণের পরামর্শ দিয়েছে জাতিসংঘ। আজ (১৭ মে) প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এটি বাংলাদেশের জন্য একটি অনন্য অর্জন বলেও জানান তিনি।
 
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১৬ মে) সংস্থাটির সদরদফতরে বিশ্ব সম্প্রদায়ের সবার সম্মতিতে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি রেজ্যুলেশন গৃহীত হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের মডেল কমিউনিটি ক্লিনিকের প্রস্তাবটি ৬০টিরও বেশি সদস্য রাষ্ট্র স্পন্সর করে। তারা বাংলাদেশে মডেল কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, বিভিন্ন দেশের কাছে এটি অনুকরণীয় এক উদ্ভাবনী মডেল।

বাংলাদেশের মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় এসে ১৯৯৮ সালে কমিউনিটি ক্লিনিক মডেলটি চালু করেন।


পরবর্তীতে টানা তিন মেয়াদে ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মডেল কর্মসূচিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। আন্তর্জাতিক সম্প্রদায় বলছে, এটি বাংলাদেশের স্বাস্থ্যখাতে ‌‌বিপ্লব ঘটিয়েছে। এবার প্রথমবারের মতো রেজ্যুলেশনটি গ্রহণ হওয়ার মধ্যে দিয়ে সেই স্বীকৃতি মিলল বিশ্বসভায়।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ