• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নির্বাচন বর্জন করলে বিএনপি আস্তা কুড়ে নিক্ষিপ্ত হবে: তোফায়েল

প্রকাশিত: মে ১৭, ২০২৩, ১০:২৬ পিএম

নির্বাচন বর্জন করলে বিএনপি আস্তা কুড়ে নিক্ষিপ্ত হবে: তোফায়েল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচন বর্জনের ভয় দেখায়। ওরা যদি এবার নির্বচন বর্জন করে, তবে আস্তা-কুড়ে নিক্ষিপ্ত হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র করেছিল। বিএনপির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

বুধবার (১৭ মে) ভোলায় জেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তোফায়েল আহমেদ ১৯৮১ সালে শেখ হাসিনার দেশে ফেরার সময়ের স্মৃতিচারণ করেন।


জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান,  উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ