নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। বুধবার (৩০ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা লোকমান হোসেন মিয়া।গত ৪ এপ্রিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করা থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব হওয়ার আগে তিনি খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতেন।
২০১২ সালে মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি পদমর্যাদা সম্পূর্ণ সিনিয়র সচিব নামে পদ চালু করে মহাজোট সরকার। বর্তমানে সরকার ব্যবস্থায় লোকমান হোসেন মিয়াসহ ১৪ জন সিনিয়র সচিব রয়েছেন।
তরিকুল/ইফাত/নির্জন
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন