• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
প্রধানমন্ত্রী বলেছেন

বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক খেলা চলছে

প্রকাশিত: মে ১৭, ২০২৩, ০১:১৫ এএম

বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক খেলা চলছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টিকে ‘আন্তর্জাতিক খেলার অংশ’ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি ঘিরে বিভিন্ন রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর পরিচালিত কর্মকাণ্ডকে বাংলাদেশের উন্নয়নবিরোধী অপতৎপরতা হিসেবে দেখছেন তিনি। এ নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘আমি জানি না, কী আন্তর্জাতিক খেলা চলছে।’

সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ উদ্বেগের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৬ মে) বিবিসি বাংলা এই সাক্ষাৎকারটি প্রকাশ করে। এতে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন প্রধানমন্ত্রী।

 

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী দাবি করেন, ‘গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছি। এখন বিভিন্ন সংগঠন ও দেশ অপপ্রচার করছে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে উদ্বেগ দেখাচ্ছে। তবে জোর দিয়ে বলতে চাই, শুধু বাংলাদেশেই ১৪ বছর ধরে সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করছে। তাই আমরা উন্নতি করছি, যা অন্যদের সহ্য হচ্ছে না।’


বিবিসির পক্ষ থেকে বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি না, হয়তো তারা আমার কাজ অব্যাহত থাকুক তা চায় না। এ জন্য এমন করেছে। আমি বাংলাদেশের জন্য যেসব উন্নতি করেছি, সেটা তারা হয়তো গ্রহণ করতে পারছে না, এটা আমার অনুভূতি।’
 

যুক্তরাষ্ট্র র‌্যাবকে সব ধরনের প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে তৈরি করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, যে বাহিনীর ওপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা তাদের পরামর্শেই ২০০৪ সালে প্রতিষ্ঠা হয়। তাদের সকল প্রশিক্ষণ, সরঞ্জাম যুক্তরাষ্ট্র দিয়েছে। র‌্যাব সন্ত্রাস নিয়ন্ত্রণে সফল হয়েছে। তাই নিষেধাজ্ঞার বিষয়টি খুবই অবাক করার মতো বিষয়।


গত এপ্রিলে সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন ‘আমেরিকা বাংলাদেশের ক্ষমতায় পরিবর্তন আনতে চায়’, বিবিসি এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘আমার কাছে একটা বড় প্রশ্ন হলো: কেন তারা নিষেধাজ্ঞা জারি করল? আইনশৃঙ্খলা বাহিনী দেশের সন্ত্রাস মোকাবিলার জন্য কাজ করছে, মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’ আইন লঙ্ঘনকারীদের পক্ষে বিদেশিরা অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘের উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ‘আমি জানি ১২টি প্রতিষ্ঠান মিলে এসব বক্তব্য দিয়েছে, কিন্তু তারা প্রমাণ করতে পারেনি। আমি জানি না, কী আন্তর্জাতিক খেলা চলছে।’

সাক্ষাৎকারে বিভিন্ন রাষ্ট্র ও সংগঠনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহতদের বিষয়ে দেয়া তথ্যকে চ্যালেঞ্জ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিভিন্ন সংখ্যার বিষয়ে শুনেছি, জেনেছি। কিন্তু যখন এসব বিষয় প্রমাণ করতে বলেছি, তখন কেউ তা প্রমাণ করতে পারেনি।’      

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। তিনি বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট নিরসনে সত্যিকারের পদক্ষেপ নিতে আহ্বান জানান।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ