• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

প্রকাশিত: মে ১৬, ২০২৩, ১১:৫৭ পিএম

ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় মোখার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। দ্বীপটির প্রায় ৭০ ভাগ ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এ ঝড়ে। পুরো এলাকায় বন্ধ হয়েছে বিদ্যুৎ সংযোগ।

মঙ্গলবার (১৬ মে) দুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেন।

নারিকেল জিঞ্জিরাখ্যাত প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ছোট্ট এই দ্বীপটি বরাবরই পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে। অথচ গত কয়েকদিন ধরে দ্বীপটি পর্যটক শূন্য। ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে দ্বীপটিতে এখন সুনশান নীরবতা। নেই আগের মতো কোনো কর্মচাঞ্চল্য, নেই পর্যটকদের আনাগোনা।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা ঈমান হোসেন জানান, যে পরিমাণ বাতাস হয়েছে এখানে, এপরিমাণ বাতাস আগে কোনো ঝড়ে দেখেন নি তিনি। ঘরবাড়ি গাছপালা সব নষ্ট হয়ে গেছে।

বিজিবির মহাপরিচালক জর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, ‘আমরা আপাতত ৩০০ লোকের মধ্যে ত্রাণ বিতরণ করছি। এটি অব্যাহত থাকবে। আমাদের বাহিনীর পক্ষ থেকে দুই থেকে তিন হাজার লোকের মধ্যে আমরা ত্রাণ বিতরণ করব।’

তবে দুর্গত এলাকাবাসী বলছেন, খাদ্য সহায়তার পাশাপাশি তাদের টিন, কাঠ, বাঁশসহ নির্মাণ সামগ্রী দরকার। যা দিয়ে তারা পুনরায় তৈরি করতে পারবেন ঘরবাড়ি।


ঘূর্ণিঝড় মোখা চলে গেলেও প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে রেখে গেছে তার ক্ষত চিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা। ভেঙে পড়েছে গাছপালা।

এ অবস্থা থেকে দ্রুততম সময়ের মধ্যে উত্তরণের জন্য বিজিবিসহ অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান বিজিবি মহাপরিচালক।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ