• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না, বললেন পররাষ্ট্র সচিব

প্রকাশিত: মে ১৬, ২০২৩, ১০:৩৮ পিএম

দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না, বললেন পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশি মিশনের প্রতিনিধিদের নিরাপত্তা বিধানে সরকার আন্তরিক বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বাড়তি নিরাপত্তা প্রত্যাহারে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি।

মঙ্গলবার (১৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাড়তি নিরাপত্তা প্রত্যাহেরর বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘হোলি আর্টিজানের ঘটনার পরপর, কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেয়া হয়েছিল। জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় এখন তা কমানো হচ্ছে।’

ভিয়েনা কনভেনশন অনুসারে রাষ্ট্রদূতদের নিরাপত্তা ঢাকা নিশ্চিত করবে জানিয়ে তিনি আরও বলেন, ‘রাষ্ট্রদূতদের সড়কে চলাচলের সময় পুলিশের এসকর্ট শুধু থাকছে না। তবে অফিস ও মিশনের দায়িত্বে থাকবে পুলিশ। আর তারা যদি বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে চান, সে ক্ষেত্রে আনসার থেকে তারা এ সার্ভিস হায়ার করতে পারেন।’  
 
সোমবার (১৫ মে) থেকেই রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে জানিয়ে তিনি দাবি করেন, ‘এটি দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।’

এ সময় রাষ্ট্রদূতদের গাড়িতে পতাকা ওড়ানোর বিষয়ে আলাদা কোনো নিয়ম নেই বলেও জানান তিনি।

এরআগে, সোমবার রাতে সিটি নিউজ ঢাকাকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ‘যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ কোনো দেশের রাষ্ট্রদূতকেই আর বাড়তি কোনো নিরাপত্তা দেয়া হবে না। কারও প্রয়োজন হলে বাড়তি নিরাপত্তা চেয়ে সরকারের কাছে আবেদন করতে পারবেন। এছাড়া প্রয়োজনে মিশনের পক্ষ থেকে তারা টাকা খরচ করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন।’


বাড়তি নিরাপত্তা ব্যবস্থা না দেয়ার ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে আইনশৃঙ্খলার এমন কোনো অবনতি হয়নি যে বাড়তি নিরাপত্তা দিতে হবে। কয়েকটি দেশের রাষ্ট্রদূত আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বাড়তি নিরাপত্তা পেতেন। তবে এখন এ ধরনের সেবা পেতে অন্যরাও আবেদন করছেন। জনগণের টাকা খরচ করে কোনো দেশকে আমরা বাড়তি সার্ভিস দেবো না। উন্নত রাষ্ট্রগুলোতে আমাদের কোনো রাষ্ট্রদূতই এ সেবা পান না।


এডিএস/

আর্কাইভ