• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

মোখায় কোনো মৃত্যু নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত: মে ১৫, ২০২৩, ১১:১৫ পিএম

মোখায় কোনো মৃত্যু নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে কোনো প্রাণহানির খবর আসেনি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, ‘এই প্রথম ঘূর্ণিঝড়ে কোনো মৃত্যুর খবর পাইনি।’

সোমবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এনামুর রহমান বলেন, ‘বাড়িঘরের সংখ্যা ছাড়া ক্ষয়ক্ষতির আর কোনো তথ্য আমরা পাইনি। সেন্টমার্টিনে ১ হাজার ২০০ ঘরবাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বেশি ক্ষতি হয়েছে।’

‘এই প্রথম বাংলাদেশ কোনো ঘূর্ণিঝড় মোকাবিলা করল যেখানে কোনো মৃত্যুসংবাদ নেই। এ জন্য আমরা এটাকে বিশাল সফলতা বলছি। কারণ, প্রাণহানিটাই সবচেয়ে বড় লস। সবকিছুই রিকভার করা যায়, কিন্তু মানুষের জীবনটা আর ফিরিয়ে আনা যায় না,’ যোগ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় নির্দেশ দিয়েছেন একটি লোকও যেন আশ্রয়কেন্দ্রের বাইরে না থাকে। একটি লোকও যেন মৃত্যুঝুঁকিতে না থাকে।

এনামুর রহমান বলেন, ‘আশ্রয়কেন্দ্র থেকে সবাই চলে গেছে। যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অনেকে নিজেদের বাড়ি রিকভার করা শুরু করেছে। সংকেত যতক্ষণ ১০ ছিল ততক্ষণ আমরা কাউকে যেতে দিইনি। অনেকে যেতে চেয়েছে, কিন্তু প্রশাসন যেতে দেয়নি। সিগনাল কমানোর পর তারা স্বেচ্ছায় চলে গেছে।’

আশ্রয়কেন্দ্রের খাবার নিয়ে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার তারা যাওয়ামাত্রই আমরা ড্রাই কেক আর টোস্ট বিস্কুট দিয়েছিলাম, সেগুলো দেয়া হয়েছে। তাদের মিনারেল ওয়াটার দেয়া হয়েছে। আমাদের পর্যাপ্ত চাল রয়েছে, তা দিয়ে গরম গরম খিচুড়ি রান্না করে দেয়া হয়েছে।’


প্রতিমন্ত্রী বলেন, ‘পানির অভিযোগ এসেছে কয়েক জায়গা থেকে তখন আমি এটি ডিসিকে বলার পর সেখানে মিনারেল ওয়াটার পৌঁছে দেয়া হয়েছে। আমাদের মানবিক সহায়তার মান বাড়ছে। আগে বন্যা-ঘূর্ণিঝড়ে যে পানি সেটি ট্যাবলেট দিয়ে খাওয়ানো হতো। এখন কিন্তু বোতলে মিনারেল ওয়াটার সরবরাহ করি। কক্সবাজারের ডিসি জানিয়েছেন এখন পর্যাপ্ত পানি রিজার্ভে রয়ে গেছে।’


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ