• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নির্বাচনে বিএনপি আসবে, সন্দেহ নেই: তোফায়েল

প্রকাশিত: মে ১৫, ২০২৩, ০৯:৫২ পিএম

নির্বাচনে বিএনপি আসবে, সন্দেহ নেই: তোফায়েল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচন নিয়ে বিএনপি অনেক ষড়যন্ত্র করবে। আওয়ামী লীগের মাঠের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (১৫ মে) ভোলার গাজিপুর রোডের নিজ বাসভবনে অনুষ্ঠিত সভায় ১৪টি ইউনিয়নের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মত বিনিময়ের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ভোলা -০১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ আগামী নির্বাচনেও এই আসন থেকে প্রার্থী হবেন বলে ঘোষণা দেন।


সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, তোফায়েল আহমেদের মেয়ে ডাক্তার তাসলিমা আহমেদ মুন্নী।


এডিএস/

আর্কাইভ