প্রকাশিত: মে ১৫, ২০২৩, ০৭:১৯ পিএম
ঘূর্ণিঝড় মোখার কারণে বন্ধ থাকার ৫২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া, দৌলতদিয়া-আরিচা ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা দিকে এই তিন নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে গত শনিবার সকাল ছয়টা থেকে এসব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছিল।
আজ সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া, দৌলতদিয়া-আরিচা ও আরিচা-কাজিরহাট রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় আজ সকাল ১০টার দিকে আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে।
লঞ্চ চলাচল বন্ধ থাকা অবস্থায় গতকাল রোববার বিকেলে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ঘাটের পন্টুনে কোনো লঞ্চ নেই। কয়েকটি লঞ্চঘাট থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে দেবগ্রামের নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়েছে। অন্য লঞ্চগুলোকে পাটুরিয়া ঘাট প্রান্তে সরিয়ে রাখা হয়েছে। লঞ্চ না থাকায় পন্টুন ফাঁকা ছিল। যাত্রীদের অনেকে পন্টুনে এসে লঞ্চ না পেয়ে ফিরে যান। এ সময় লঞ্চের কর্মচারীরা বিভিন্ন স্থানে বসে আড্ডা দিচ্ছিলেন।
এডিএস/