নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা সংক্রমণ রোধে দেশে টানা সাতদিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। কঠোর এই লকডাউন বাস্তবায়নে বৃহস্পতিবার (১ জুলাই) থেকেই মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে সশস্ত্রবাহিনী।
বুধবার (৩১ জুন) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সারাদেশে সশস্ত্রবাহিনী মোতায়েন থাকবে।
গত শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, এবারের কঠোর বিধিনিষেধ কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হবে।
ইফাত/নির্জন
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন