• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অভিনেতা ফারুকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: মে ১৫, ২০২৩, ০৫:১৮ পিএম

অভিনেতা ফারুকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কিংবদন্তি অভিনেতা বাংলা চলচ্চিত্রের মিয়াভাইখ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এ দেশের চলচ্চিত্রে নায়ক ফারুক এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে মারা যান নায়ক ফারুক। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় দুই বছর যাবৎ চিকিৎসা নিচ্ছিলেন।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ