• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

রাতে ২২ কোটি টাকা উত্তোলন: ম্যানেজারের কাছে লিখিত ব্যাখা

প্রকাশিত: মে ১৪, ২০২৩, ০৭:৫৩ পিএম

রাতে ২২ কোটি টাকা উত্তোলন: ম্যানেজারের কাছে লিখিত ব্যাখা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের গুলশান শাখায় রাত ৮টার পর ২২ কোটি ৬০ লাখ টাকা উত্তোলনের ঘটনায় ম্যানেজারকে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৪ মে) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত খানের দ্বৈত বেঞ্চের আদালতে সশরীরে হাজির হন ব্যাংকের শাখা ম্যানেজার।

টাকা উত্তোলনের ঘটনা আদালতে স্বীকার করে তিনি বলেন, জরুরি প্রয়োজনেই টাকা ওঠাতে দেয়া হয়েছিল।
 
গত ২৮ ডিসেম্বর ব্যাংকিং লেনদেনের সময়সূচি শেষ হয়ে গেলেও ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখা থেকে রাত ৮টার পর এক গ্রাহককে নগদ ২২ কোটি ৬০ লাখ টাকা দেয়া হয়।


এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ব্যাংক থেকে রীতিনীতি বহির্ভূতভাবে রাতে টাকা তুলে নেয়ার ঘটনাটিকে অপরাধ হিসেবে চিহ্নিত করে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছিল বাংলাদেশ ব্যাংক।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ