নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে বাড়ানো হয়েছে এলপিজি গ্যাসের দাম। যা কার্যকর হবে ১ জুলাই থেকে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করে জুলাই মাসের জন্য এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
ভোক্তা পর্যায়ে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৯ টাকা বাড়িয়ে মূসকসহ ৮৯১ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। গত জুন মাসে যা ছিল ৮৪২ টাকা।
এর আগে চলতি বছর ৩১ মে বিশ্ব বাজারে দাম কমায় এলপিজি মূল্য দ্বিতীয়বারের মতো সমন্বয় করে বিইআরসি। ওই সময় বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ৯০৬ টাকা থেকে কমিয়ে ৮৪২ টাকা নির্ধারণ করা হয়।
ইফাত/এম. জামান
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন