• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মরিশাসের প্রসিডেন্ট

প্রকাশিত: মে ১১, ২০২৩, ১১:১০ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মরিশাসের প্রসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বিরাজ সিং রুপন।

বৃহস্পতিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে পৌঁছান মরিশাসের প্রেসিডেন্ট। তাকে অভ্যর্থনা জানান বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

পৃথ্বিরাজ সিং রুপন শ্রদ্ধা জানান জাতির জনকের প্রতিকৃতিতে। এ সময় তিনি ৭৫‍‍`র নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। পরে, তাকে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর ঘুরে দেখান সায়মা ওয়াজেদ। বাংলাদেশ জন্মের রক্তস্নাত ইতিহাস এবং শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রাম সম্পর্কে অবহিত হন এ রাষ্ট্রপ্রধান। এ সময় তিনি স্মারক বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ১২-১৩ বাংলাদেশ-ভারতের যৌথ আয়োজনে ঢাকায় ইন্ডিয়ান ওশান সম্মেলনে ২৫ দেশের শীর্ষ নেতাদের সঙ্গে যোগ দেবেন মরিশাসের প্রেসিডেন্ট।


এছাড়া, বৈঠক করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং বাণিজ্যিক নেতাদের সঙ্গে। পরিদর্শন করবেন ঢাকেশ্বরী মন্দির, গাজীপুরে অবস্থিত বেক্সিমকো শিল্প এলাকা। ১৪ মে ভোরে পৃথ্বিরাজ সিং রুপনের ঢাকা ছাড়ার কথা রয়েছে।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ