• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরলেন আরো ৫২ বাংলাদেশি

প্রকাশিত: মে ১১, ২০২৩, ০৬:৩৮ পিএম

যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরলেন আরো ৫২ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরো ৫২ জন বাংলাদেশি। আজ বৃহস্পতিবার (১১ মে) সকা‌ল সা‌ড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দে‌শে ফেরে‌ন তারা।

এর আগে বুধবার ১৭৬ বাংলা‌দে‌শি পোর্ট সুদান থে‌কে সুদানের বদর এয়ারলাইনসের বি‌শেষ ফ্লাই‌টে জেদ্দায় পৌঁছান, যাদের মধ্যে ৫২ জন দে‌শে ফি‌রে এলেন আজ। রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবা‌সের দেওয়া তথ‌্য অনুযায়ী, আজকের ম‌ধ্যে কাতার এয়ারলাইনসে আরো ১৩০ জন ও মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২৩৮ জনের দেশে ফেরার কথা র‌য়ে‌ছে।

সুদানে ক্ষমতার দ্বন্দ্বে গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে গত সোমবার সুদান থেকে ১৩৬ জন বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়।

 

জেকেএস/

আর্কাইভ