• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

‘সচিবদের দায়িত্ব দেয়া যুগান্তকারী সিদ্ধান্ত’

প্রকাশিত: জুন ২৯, ২০২১, ০৯:৪১ পিএম

‘সচিবদের দায়িত্ব দেয়া যুগান্তকারী সিদ্ধান্ত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় জেলাপর্যায়ে সচিবদের দায়িত্ব দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সিদ্ধান্ত। খাদ্য বিতরণ ও ওষুধ সামগ্রী পৌঁছে দেয়ার ক্ষেত্রে চেইন অব কমান্ড বজায় রয়েছে। খাদ্য ও ওষুধ বিতরণ কার্যক্রম স্মুথলি (সাবলীলভাবে) হয়েছে। ইউএনও, ডিসিরা মানুষের দ্বারে দ্বারে গেছেন। মানুষেরা আরও সাহসী হয়েছেন। শ্রেণি-পেশার মধ্যে বৈষম্য নেই।’ 

মঙ্গলবার (২৯ জুন) সচিবলায়ের নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘উদ্ভাবনী পদক্ষেপ সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। উদ্ভাবনী চিন্তাশক্তির কারণে পৃথিবী এগিয়ে যাচ্ছে। বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। এর মূল উদ্ভাবক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন; যা সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘উদ্ভাবনী চিন্তা-ভাবনা একটি শক্তি। এ শক্তির প্রয়োজন আছে। এ শক্তি সঞ্চয় করতে পারলে উন্নয়ন আরও গতিশীল হবে।’

প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, ‘মহামারি করোনা ভাইরাস সমগ্র পৃথিবীকে ঘায়েল করে ফেলেছিল। উন্নত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা করোনা মোকাবিলায় দিশেহারা হয়ে পড়েছিল। করোনা পরিস্থিতিতে ব্যাপক ভীতি তৈরি হয়েছিল। সে ভীতিটা দূর করে দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় বাংলাদেশের মানুষকে সাহসী করে তুলেছেন। প্রধানমন্ত্রী সারা দেশে প্রতিটি জেলায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন। তাদেরকে সাহসী করে তুলেছেন।’

মামুন/এম. জামান
আর্কাইভ