• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের গুনে ভুটানের রাজা ও রানি মুগ্ধ

প্রকাশিত: মে ৭, ২০২৩, ০৬:৫৮ পিএম

শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের গুনে ভুটানের রাজা ও রানি মুগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুক্তরাজ্য সফররত বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শনিবার (৬ মে ২০২৩) বিকেলে লন্ডনের ক্ল্যারিজ হোটেলে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক সৌজন্য সাক্ষাৎ করেন। ভুটানের রাজার সহধর্মিনী রানী জেতসুন পেমা এবং বঙ্গবন্ধুর ছোট কন্যা শ্রদ্ধেয় শেখ রেহানা সেখানে উপস্থিত ছিলেন। এ সময় ভুটানের রাজা ও রানি শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে মুগ্ধতা প্রকাশ ও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। 


পারস্পরিক স্বার্থে বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য ভুটানকে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের রাজা পরিবেশ অক্ষুণ্ণ রেখে তার দেশে একটি প্রশাসনিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চাওয়ার কথা বলায় শেখ হাসিনা তাকে এই প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে দিয়েছি। আপনারা চাইলে আমরা কুড়িগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চল দিতে পারি।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ