• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
আজ সেই ৭ মে

তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা-হুমকি উপেক্ষা করে শেখ হাসিনার দেশে ফেরা

প্রকাশিত: মে ৭, ২০২৩, ০৫:৫৬ পিএম

তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা-হুমকি উপেক্ষা করে শেখ হাসিনার দেশে ফেরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ ৭ মে। এই দিনটি বাংলাদেশের মানুষের কাছে একটি স্মরণীয় দিন। কারণ ২০০৭ সালের এইদিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দেশে তখন জরুরি অবস্থা চলছিল। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরতে তদানীন্তন তত্ত্বাবধায়ক সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা এই বেআইনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফেরার সাহসী ঘোষণা দেন। অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সেসময় বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। স্বদেশ প্রত্যাবর্তনে শেখ হাসিনার সাহস ও গণতন্ত্রকামী দেশবাসীর চাপে তত্ত্বাবধায়ক সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়।

নিষেধাজ্ঞা-হুমকি উপেক্ষা করে শেখ হাসিনার দেশে ফেরা

হুমকি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেখ হাসিনা ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছালে লাখো জনতা তাকে অভ্যর্থনা জানায়। বিমানবন্দর থেকে লাখ লাখ মানুষ মিছিল ও শোভাযাত্রা সহকারে তাকে বঙ্গবন্ধু ভবনে পৌঁছে দেয়। দেশে ফিরেই বঙ্গবন্ধুকন্যা গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় নতুন সংগ্রাম শুরু করেন। তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয় দেশবাসী। 

হুমকি-নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেখ হাসিনার দেশে ফেরা

ব্যাপক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়। আন্দোলনের মুখে জাতীয় সংসদ নির্বাচন দিতে বাধ্য হয় জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতায় চেপে বসা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। এরপর টানা তৃতীয়বারের মতো রাষ্ট্রক্ষমতায় রয়েছেন শেখ হাসিনা। তার দূরদর্শী নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ