• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

লকডাউনে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত সন্ধ্যায়

প্রকাশিত: জুন ২৯, ২০২১, ০৮:২৪ পিএম

লকডাউনে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের কঠোর বিধিনিষেধের মধ্যেও গার্মেন্টস খোলা রাখার প্রস্তাব দিয়েছেন গার্মেন্টস মালিকেরা। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় এ সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (২৯ জুন) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘লকডাউনে সব ধরনের নিয়ম-কানুন মেনে মালিকেরা গার্মেন্টস খোলা রাখতে চান। এ সেক্টরে কর্মরতরা বাসা থেকে বের হয়ে সোজা ফ্যাক্টরিতে যান। ফ্যাক্টরিতে ঢোকার সময় তাদের পরীক্ষা করা হয়, শরীর কেমন সেটি দেখা হয়। তাদের হ্যান্ড স্যানিটাইজ করা হয়, মাস্ক পরানো হয়। আবার একইভাবে তারা বাসায় ফিরে যান। ফলে সমাজের আরেক শ্রেণির সঙ্গে মেশার সুযোগ তাদের খুব কম।’

তিনি আরও বলেন, ‘মালিকদের দেয়া তথ্য অনুযায়ী গার্মেন্টস সেক্টরে যারা কাজ করেন তাদের মধ্যে এ রোগের বিস্তার খুব কম। তাদের যে লজিক আমরা যেহেতু মেইনটেইন করেছি, বিদেশে প্রোডাক্ট যাবে সেটি জাতির স্বার্থে দরকার। সামনে ঈদ আসছে, বেতন-বোনাসের বিষয় রয়েছে।’

আগের অভিজ্ঞতার কথা টেনে টিপু মুনশি বলেন, ‘আজকে ৪০ লাখ শ্রমিককে যদি ছুটি দিয়ে দেই গতবারের অভিজ্ঞতা বলে এসব শ্রমিককে আমরা ঢাকা বা ঢাকার আশপাশে রাখতে পারিনি। দেখা গেছে, সবাই সারা দেশে সেই ঝিনাইদহ, সাতক্ষীরা থেকে রংপুর-কুড়িগ্রামসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে। মালিকদের লজিক এই মানুষদের যদি ছড়িয়ে দেয়া হয় তাহলে কিন্তু তারা যখন ফিরে আসবে তখন সারা দেশ থেকে তারা অসুস্থতা নিয়ে ফিরে আসতে পারে। তাদের সুরক্ষিত রাখতে পারলে হয়তো বিস্তৃতিটা কমবে। এসব লজিক তারা উপস্থাপন করেছে।’

এ বিষয়ে কী সিদ্ধান্ত হচ্ছে তা জানতে চাইলে তিনি বলেন, ‘সে সিদ্ধান্তটি কেবিনেট ডিভিশন থেকে ঠিক করবে। এই মুহূর্ত পর্যন্ত আমরা কোনো নির্দেশনা পাইনি। হয়তো আজ সন্ধ্যার পরে এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত হবে। তার আগে কথা বলা ঠিক হবে না।’

ইফাত/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ