• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিশ্ব নেতাদের সঙ্গে লন্ডনে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

প্রকাশিত: মে ৬, ২০২৩, ০৫:১৭ পিএম

বিশ্ব নেতাদের সঙ্গে লন্ডনে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজনে যোগ দিয়ে বিশ্ব নেতাদের সাথে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী।

দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে। স্থানীয় সময় দুপুরে লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে এই সভা অনুষ্ঠিত হয়।

এর আগে, শেখ হাসিনা কমনওয়েলথ সচিবালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান কমনওয়েলথ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। সভায় সভাপতিত্ব করেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে। পরে প্রধানমন্ত্রী বাকিংহাম প্যালেসে সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিদেশি প্রতিনিধিদের জন্য আয়োজিত রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

 

বিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ