• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বঙ্গবাজারে নতুন ভবন হবে ব্যবসায়ীরা চাইলে : মেয়র তাপস

প্রকাশিত: মে ৩, ২০২৩, ০১:১৩ এএম

বঙ্গবাজারে নতুন ভবন হবে ব্যবসায়ীরা চাইলে : মেয়র তাপস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবাজারে ব্যবসায়ীরা চাইলে আমরা নতুন ভবন নির্মাণের দিকে এগিয়ে যাব এবং মার্কেট নির্মাণ কাজ শুরু হলে তা দ্রুত সময়ের মধ্যেই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২ মে) দুপুরে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে সম্প্রতি ঘটা অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা ও দুর্যোগ পরবর্তী উদ্ধার তৎপরতা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে দক্ষিণ সিটির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভায় তিনি এ কথা বলেন।

ফজলে নূর তাপস বলেন, বঙ্গবাজারে নতুন ভবন নির্মাণে প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন। মার্কেট নির্মাণ হলে কী ধরনের মার্কেট হবে সেটিও আমাদের দেখতে হবে।

বঙ্গবাজারের আগুন কোনো নাশকতা কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতা হয়েছে কিনা সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। এটা আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা বলতে পারবে। নাশকতার বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে। আশা করি তারা বের করে আনবেন।

এসময় আগুন লাগার ঘটনা কমে এসেছে মন্তব্য করে বলেন, রোজায় আগুন লাগার ঘটনা বেশি ছিল, এখন অনেক কমে এসেছে। প্রতিদিন আগুন লাগার ঘটনা ঘটায় আমরা শঙ্কিত ছিলাম। আগুন নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে আমাদের সুপারিশগুলোয় যেন কাজ হয় তা নিয়েই কথা হয়েছে।

মেয়র বলেন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়মিত সূচির আওতায় আনা হবে। আগামী জুনের মধ্যেই চালু হবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ বা ওয়ান স্টপ সেন্টার। আসছে বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনায় আলাদা বরাদ্দ থাকবে। ক্ষতিগ্রস্তদের জন্যও থাকবে ব্যবস্থা।

এদিকে দক্ষিণ সিটি করপোরেশনে ৪২টি ভবন ঝুঁকিপূর্ণ; ১৯৭টি সংস্কারের সুপারিশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দ্রুতই এ ব্যাপারে ডিএসসিসি পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন।

মেয়র তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ওয়ার্ড রয়েছে ৭৫টি। দুর্যোগ মোকাবিলায় এসব প্রতিটি ওয়ার্ডে ২০০ সদস্য নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। যেকোনো দুর্যোগ মোকাবিলায় যাতে এসব দল তাৎক্ষণিকভাবে প্রস্তুত থাকে, আমরা এ বিষয়টি নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, এসব স্বেচ্ছাসেবক দলে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রেড ক্রিসেন্টের সদস্যরা। তাদের বয়স সীমা থাকবে ১৬ বছর থেকে ৩০ বছর পর্যন্ত। প্রত্যেক ওয়ার্ডের নিরাপত্তারক্ষীরাও এ দলে অন্তর্ভুক্ত থাকবে। তাদের বয়সসীমা শিথিল করা হবে।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ