প্রকাশিত: মে ২, ২০২৩, ০৭:৫৮ পিএম
চলন্ত মেট্রোরেলে দুর্বৃত্তদের ছোড়া ঢিলে একটি জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাজধানীর কাজীপাড়া স্টেশনের কাছে এ ঘটনা ঘটে বলে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজার মাহফুজুর রহমান।
ধারণা করা হচ্ছে, পাশের কোনো ভবন থেকে ট্রেন লক্ষ্য করে পাথর বা এ জাতীয় কোনো বস্তু নিক্ষেপ করা হয়।
তিনি বলেন, `মেট্রোরেলের জানালায় বিশেষ ধরনের কাঁচ ব্যবহার করা হয়েছে। ঢিল লেগে কাঁচে চিড় ধরলেও এটি ভেঙে পড়েনি। এ কারণে কোনো যাত্রী হতাহত হননি। জাপানি প্রকৌশলীরা জানালাটি মেরামতের চেষ্টা করছেন।`
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, `এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।`
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এডিএস/