• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

যেসব জেলায় বৃষ্টির সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত: মে ১, ২০২৩, ০৬:৪৪ পিএম

যেসব জেলায় বৃষ্টির সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী ও বান্দরবান জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সোমবার (১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
 

এদিকে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, সোমবার (১ মে) দেশের ৬৪ টি জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।


বিভিন্ন বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাব্য সময়–

১. রাজশাহী বিভাগের সব জেলা: বেলা ১১টার পর থেকে বিকেল ৪টার মধ্যে।

২. রংপুর বিভাগের সব জেলা: বেলা ১১টার পর থেকে বিকেল ৪টার মধ্যে।

৩. ময়মনসিংহ বিভাগের সব জেলা: দুপুর ১২টার পর থেকে বিকেল ৫টার মধ্যে।

৪. ঢাকা বিভাগের সব জেলা: বেলা ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল জেলায়; দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে ঢাকা বিভাগের অন্যান্য জেলা। ঢাকা শহরে বৃষ্টির সম্ভাব্য সময় দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে।

৫. খুলনা বিভাগের সব জেলা: দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।

৬. বরিশাল বিভাগের সব জেলা: দুপুর ১টার পর থেকে সন্ধ্যা ৭টার মধ্যে।

৭. চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে; কুমিল্লা, নোয়াখালী, ফেনী জেলায় দুপুর ১টার পর থেকে সন্ধ্যা ৭টার মধ্যে; চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের সব জেলা ও কক্সবাজার জেলার ওপর দিয়ে বিকেল ৩টা থেকে রাত ১০টার মধ্যে।
 
৮. সিলেট বিভাগের সব জেলার ওপর দিয়ে আজ কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে সন্ধা ৬টার পর থেকে রাত ১২টার মধ্যে।



সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঈশ্বরদীতে সর্বোচ্চ ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ২০.১ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার (৩০ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিমি বাতাস বইছিল, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০-৪০ কিমি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।
 

জেকেএস/

আর্কাইভ