• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব রটালেই শাস্তি: ডা. দীপু মনি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ১১:৫৯ পিএম

এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব রটালেই শাস্তি: ডা. দীপু মনি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই দাবি করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা প্রশ্নফাঁসের গুজব রটাবে, ধরা পড়লে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশনে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সেটার ব্যাপারে গবেষণা চলছে। এরপরেই সিদ্ধান্ত নেয়া হবে।

অনুষ্ঠানে দেশকে ভালোবাসতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান দীপু মনি।

অনুষ্ঠানে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, কলেজ অধ্যক্ষ আবুল হাসেম মহাজনসহ সরকারি দফতরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট এ কলেজের নতুন ভবন উদ্বোধন করেন ডা. দীপু মনি।

কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এর আগে মন্ত্রী চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।


চলতি বছরের (২০২৩) এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষা রোববার (৩০ এপ্রিল) শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ২৩ মে পর্যন্ত। এ পরীক্ষার রুটিন আগেই  প্রকাশ করা হয়।

এ বছর এসএসসি পরীক্ষা সব বিষয়েই নেয়া হবে। প্রতিটি বিষয়ে স্বাভাবিক সময় বা তিন ঘণ্টা পরীক্ষা হবে। সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে আগের মতোই।

রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

জেকেএস/

আর্কাইভ