• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে মেট্রোরেল : সড়ক সচিব

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ১২:১৪ এএম

টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে মেট্রোরেল : সড়ক সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানিয়েছেন, দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারিত হবে।

শুক্রবার (২৮ এপ্রিল) জাপান থেকে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে সঙ্গী ছিলেন তিনি।

আমিন উল্লাহ নুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলে এমআরটি লাইন-৬ উদ্বোধন করেছেন। আমরা আশা করছি, আগামী নভেম্বরের মধ্যে আপ টু মতিঝিল পর্যন্ত লাইন সিক্স সম্প্রসারিত হবে। লাইন টু এবং সিক্সের দিয়াবাড়ি থেকে টঙ্গী সম্প্রসারণের কাজ আমাদের বাকি। জাপান আমাদের আরও কো-অপারেশন করবে। জাইকাও আগ্রহ দেখিয়েছে। সে কারণে জাপানের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে।

তিনি বলেন, ২০২৬ সালের মধ্যে মতিঝিল থেকে কমলাপুরের কার্যক্রম শেষ হবে। এটা শেষ হওয়ার পর আমরা শুরু করব দিয়াবাড়ি থেকে আপ-টু টঙ্গী।

প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা এবং চুক্তি সই হয়েছে। যার মধ্যে মেট্রোরেল রয়েছে। এর আওতায় মেট্রোরেলকে দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত করা হবে। যার অর্থায়ন করবে জাইকা।

 

বিএস/
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ