প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩, ০৮:২৫ পিএম
গত ১২ বছর ধরে পলাতক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পেপার স্কুকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বৃহস্পতিবার রাতে টঙ্গী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৮ অক্টোবর) র্যাব-৩ এর লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১২ বছর ধরে পলাতক আসামি পেপার স্কু। বিগত ২০১১ কলমাকান্দা থানয় মামলা রুজুর পর থেকে সে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করে। দীর্ঘ ১২ বছর ধরে সে দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এডিএস/