প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০৬:৫৩ পিএম
ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা পটুয়াখালী ও ভোলা জেলাসমূহের ওপর দিয়ে দাবদাহ বয়ে চলেছে এবং তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া রাজশাহী-রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
সিনপটিক অবস্থা-লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক পূর্বাভাসে বলেছেন, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।
জেকেএস/