• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নানাবাড়ি বেড়াতে গিয়ে কীর্তিনাশা নদীতে ডুবে ২ বোনের মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০১:৩৩ এএম

নানাবাড়ি বেড়াতে গিয়ে কীর্তিনাশা নদীতে ডুবে ২ বোনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশজুড়ে ডেস্ক

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে সূচনা আক্তার (১৫) ও মৌ আক্তার (১৪) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার নশাসন ইউনিয়নের শাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সূচনা আক্তার নড়িয়া উপজেলার নয়ন মাদবরকান্দি গ্রামের শওকত আলী খানের মেয়ে। সে নবম শ্রেণির শিক্ষার্থী এবং মৌ আক্তার (১৪) পোড়াকান্দি গ্রামের কামরুল কাজীর মেয়ে। তারা সম্পর্কে ফুফাতো বোন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে নানাবাড়ির পাশে কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে তিন শিক্ষার্থী ডুবে যায়। এ সময় তীর থেকে একজন দেখতে পেয়ে মেঘা আক্তার নামে একজনকে উদ্ধার করে। সূচনা আক্তার ও মৌ আক্তারকে উদ্ধার করা যায়নি। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় একঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়। দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। একটি ফোর্স পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ