• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পদ্মা সেতু পারাপারে মোটরসাইকেলে টোল আদায় সাড়ে ৪৩ লাখ টাকা

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ০৩:৪৪ এএম

পদ্মা সেতু পারাপারে মোটরসাইকেলে টোল আদায় সাড়ে ৪৩ লাখ টাকা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত পাঁচ দিনে এবারের ঈদযাত্রায় পদ্মা সেতু দিয়ে ৪৩ হাজার ৫৬৬টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে মোট ৪৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা।

আজ সোমবার ( ২৪ এপ্রিল) রাতে পদ্মা সেতু কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে সোমবার (২৪ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত এসব মোটরসাইকেল পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া টোল প্লাজা দিয়ে গত ২০ এপ্রিল ৬ হাজার ৭৫৬টি, ২১ এপ্রিল ৭ হাজার ৬৫৯টি, ২২ এপ্রিল ৫ হাজার ৫৭০টি, ২৩ এপ্রিল ৬ হাজার ৮টি এবং ২৪ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত ২ হাজার ৪২টিসহ মোট ২৮ হাজার ৩৫টি মোটরসাইকেল পদ্মা সেতু অতিক্রম করেছে।

এদিকে জাজিরা টোল প্লাজা হয়ে বৃহস্পতিবার (২০ এপ্রিল) ৮৬১টি, শুক্রবার (২১ এপ্রিল) ৯১৪টি, শনিবার (২২ এপ্রিল) ৪ হাজার ১৫টি রোববার (২৩ এপ্রিল) ৭ হাজার ৬৬৬টি, সোমবার (২৪ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত ২ হাজার ৭৫টিসহ মোট ১৫ হাজার ৫৩১টি মোটরসাইকেল পদ্মা সেতু অতিক্রম করেছে।

পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমির হায়দার চৌধুরী জানান, সোমবার দুপুর ২টা পর্যন্ত এসব মোটরসাইকেল পদ্মা সেতুর দুটি টোল প্লাজা হয়ে সেতু অতিক্রম করেছে। তবে বিগত দু’দিনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩২ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ