• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কী করবেন বিদায়ী প্রেসিডেন্ট অবসরে এখন

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ০৮:৫৭ পিএম

কী করবেন বিদায়ী প্রেসিডেন্ট অবসরে এখন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জানিয়েছেন, প্রত্যক্ষ রাজনীতি করার কোনো পরিকল্পনা নেই তার। দেশের মানুষ সম্মান দিয়ে তাকে দুই মেয়াদে রাষ্ট্রপতি করেছেন–এটাই বড় পাওয়া বলে মনে করেন তিনি।

সোমবার (২৪ এপ্রিল) বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এসব কথা জানান তিনি।

মো. আবদুল হামিদ বলেন, ‘প্রত্যক্ষ রাজনীতি করার কোনো পরিকল্পনা নেই। কারণ, এ দেশের মানুষ আমাকে এত বড় সম্মান দিয়ে দুই মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন–এটাই বড় পাওয়া। সুতরাং আবার আমি রাজনীতি করব–মানে অন্য কোনো পদে যাব–এটা করলে আমার কাছে মনে হয় আমার দেশের মানুষকে হেয় (অসম্মানিত) করা হবে। সেটা আমি করব না। এখন তো আমি রিটায়ার্ড, বই লেখালিখি করব।’

রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি মানুষকে ভালোবেসে রাজনীতি করতে পারলেই রাজনীতি পরিচ্ছন্ন থাকবে।

সাংবাদিকদের উদ্দেশে আবদুল হামিদ বলেন, ‘আমি মুক্তি পাচ্ছি, এখন সাধারণ নাগরিক হিসেবে ফ্রি চলাচল করতে পারব–এটাই আমার বড় আনন্দ। এখনও তো বের হতে পারিনি, বের হলে অনেক কথা হবে আপনাদের সঙ্গে। বাসায় আসবেন, সময় সময় প্রাণ খুলে, মন খুলে কথা বলব।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখুন, আমি সারা জীবন মানুষের জন্য রাজনীতি করেছি, মানুষের বাইরে আমার কোনো চিন্তা ছিল না এবং কোনো দিন থাকবেও না। সব রাজনীতিবিদকে এই কথাই বলব যে, এ দেশের মাটি ও মানুষকে ভালোবেসে তারা যেন রাজনীতি করেন। তাহলে রাজনীতি আরও অনেক সুন্দর হবে। দলমত নির্বিশেষে সবার কাছে এই কথা বলব।’


এদিকে দরবার হলে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ নিয়েছেন। বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছান। প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তারা যোগ দেন শপথ অনুষ্ঠানে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়। সকাল থেকে বঙ্গভবনে অতিথিরা আসেন শপথগ্রহণ অনুষ্ঠানে।

প্রসঙ্গত, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই মেয়াদে টানা ১০ বছর দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছেড়ে উঠবেন রাজধানীর নিকুঞ্জের ৬ লেক ড্রাইভ রোডের তার নিজবাড়িতে।


এডিএস/

আর্কাইভ