• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকায় কখন কোথায় ঈদের জামাত

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০৬:০২ এএম

ঢাকায় কখন কোথায় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ শনিবার দেশব্যাপী মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা ২৯ দিন সিয়াম সাধনার পর আজ ঈদের আনন্দে মেতে উঠবেন। দীর্ঘদিন সিয়াম সাধনার পর রোজাদারদের প্রধান আনন্দের বিষয় ঈদের নামাজ।

দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে আটটায় এ জামাত শুরু হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে পাঁচটি জামাত। এ ছাড়া ঢাকা শহরের বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররমে প্রথম জামাত হবে সকাল সাতটায়। দ্বিতীয় জামাত আটটায়, তৃতীয় ও চতুর্থ জামাত যথাক্রমে নয়টা ও দশটায় অনুষ্ঠিত হবে। দিনের শেষ ও পঞ্চম জামাত হবে বেলা পৌনে ১১টায়।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল আটটায় ও নয়টায় দুটো জামাত অনুষ্ঠিত হবে। গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল সাড়ে ছয়টা, সাড়ে সাতটা ও নয়টায় মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে। লালবাগ শাহী মসজিদে দুটো জামাতে নামায পড়া যাবে। প্রথম জামাত সকাল আটটায়, দ্বিতীয় জামাত নয়টায়। ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আর্কাইভ