• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সদরঘাট থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০৩:২৯ এএম

সদরঘাট থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদরঘাট থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) বিআইডব্লিউটিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক মো. কবির হোসেন বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে আবহাওয়া অধিদপ্তর ঢাকা বিভাগে ২ নম্বর সতর্ক সংকেত দিয়েছে। আর ২ নম্বর সতর্ক সংকেত থাকলে কোনো নৌ-যান চলাচল করতে দেওয়া যায় না। এজন্য আমরা সাময়িক সময়ের জন্য সদরঘাট থেকে কোনো নৌ-যান ছাড়ছি না।

তিনি বলেন, আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার লঞ্চ ছাড়ার অনুমতি দেবো। এ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা দিতেই এ উদ্যোগ। এজন্য যাত্রী সাধারণকে ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ করেন। একই সঙ্গে পরিস্থিতি ভালো হলে লঞ্চ ছাড়ার অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ