• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

আজ যে ৪ বিভাগে বৃষ্টির আভাস

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৩, ০৫:০৯ পিএম

আজ যে ৪ বিভাগে বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ শুক্রবার (২১ এপ্রিল) দেশের ৪ বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে খুলনাসহ দেশের অন্তত ১১টি জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অফিসের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, আজ শুক্রবার ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, ভোলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় ৩৮, রাজশাহীতে ৪২ দশমিক ৫, রংপুরে ৩৭ দশমিক ৪, ময়মনসিংহে ৩৫ দশমিক ৪, সিলেটে ৩৭ দশমিক ৪, চট্টগ্রামে ৩৭ দশমিক ৩ এবং বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শনিবার থেকে সারাদেশে বৃষ্টি বেড়ে দাবদাহের দাপট কমে আসতে পারে।

 

জেকেএস/

আর্কাইভ