প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০৬:১৪ পিএম
গরম থেকে পরিত্রাণ ও বৃষ্টির আশায় মুসল্লিরা ইসতিসকার নামাজ আদায় করেছেন। আজ বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করা হয়।
এ নামাজের আয়োজন করে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখা।
নামাজে অংশগ্রহণকারীরা জানান, বৃষ্টির জন্যই মূলত নামাজ আদায় করা হয়েছে। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ও তওবা করে মুসল্লিরা নামাজ পড়েছেন। নামাজ শেষে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন হামিদী বলেন, দুই রাকাত নামাজ শেষে খুতবা পড়া হয়। পরে দোয়া হয়।
তিনি বলেন, আমরা সবাই তওবা করেছি; প্রার্থনা করেছি। পরম করুণাময় আল্লাহ তার বান্দাদের প্রার্থনা শুনবেন এবং কষ্ট লাঘবের জন্য হলেও প্রকৃতিতে বৃষ্টি প্রদান করবেন। একই স্থানে আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) ও পরবর্তী সময়ে আবারও এই নামাজ আদায় করা হবে বলে ঘোষণা দেন তিনি।
এদিকে একই সময় নগরীর ভাটাপাড়া ঈদগাহ মাঠে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজের জামাত হয়। দুপুরে পুঠিয়াসহ কয়েকটি স্থানে এই নামাজ আদায় করা হবে।
জেকেএস/