প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ১০:৫৪ পিএম
আগের তুলনায় কমেছে দেশের মানুষের গড় আয়ু। এই প্রথমবার বাংলাদেশে মানুষের গড় আয়ু কমল। সর্বশেষ তথ্যানুযায়ী, এখন দেশে একজন মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর। যা আগে ছিল ৭২ দশমিক ৮ বছর।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২১–এর ফল প্রকাশিত হয়।
বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষের গড় আয়ু এখন ৭০ দশমিক ৬ বছর; আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর।
এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন। বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রকল্প পরিচালক আলমগীর হোসেন রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল উপস্থাপন করেন। তিনি বলেন, গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কোভিডের (করোনাভাইরাস) কারণে কমতে পারে বলে তিনি মন্তব্য করেন।
জরিপে দেখা গেছে, ২০২১ সালের হিসাব অনুযায়ী দেশের জনসংখ্যা ১৬ কোটি ২৭ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৪ লাখ এবং নারী ৮ কোটি ১৩ লাখ। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো ১ দশমিক ৩৭ শতাংশ।
বিএস/